শরিফুলের ফাইফারে সহজ লক্ষ্য চট্টগ্রামের
প্রকাশিত: 16 Jan, 2026
নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলের ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রামের হয়ে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম।
শুক্রবার (১৬ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার এবং হাসান ইসাখিলের ব্যাটে ওপেনিং জুটিতে ৩৪ রান তোলে নোয়াখালী। ৮ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান সৌম্য। পাওয়ার-প্লের একদম শেষ বলে গিয়ে আউট হয়েছেন হাসান ইসাখিল। ২০ বলে ২৫ রান করে বিদায় নেন তিনি।
পাওয়ার-প্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৯ রান তোলে নোয়াখালী। দুই ওপেনারকে হারিয়ে যেন মুখ থুবড়ে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। তিনে নামা জাকের আলী অনিক কিছু বাউন্ডারি বের করেছেন। চালিয়ে গেছেন লড়াই। তবে আরেক প্রান্তে ব্যাটাররা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে।
১১ বলে ১২ রান করা অধিনায়ক হায়দার আলী থামেন ৭৮ রানে। ২২ বলে ২৩ রান করেছেন জাকের, থেমেছেন দলের ৮৬ রানের মাথাতে। হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়াররাও সুবিধা করতে পারেননি। ১৫ বলে ১১ রান করে বিদায় নেন সোহান। মুনিম করেছেন ১ বলে ১ রান।
শেষ দিকে টপাটপ উইকেট হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। চলে গেছে খাদের কিনারায়। লড়াই চালিয়ে ১৯ বলে ২২ রান করেন সাব্বির হোসেন। ১২৬ রানে থেমেছে নোয়াখালী এক্সপ্রেস।
চট্টগ্রামের হয়ে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। এছাড়া ৩ উইকেট তোলেন শেখ মেহেদী হাসান। ১ উইকেট শিকার করেন আমের জামাল।
আরটিভি/এসআর