ক্রিকেট

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

প্রকাশিত: 24 Jan, 2026

ফন্ট সাইজ:
আশরাফ
আশরাফ

জেলা প্রতিনিধি

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক সাদেক। শনিবার মিরপুরে অনুষ্ঠিত বর্তমান বোর্ডের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় উপস্থিত ছিলেন না তিনি। ইশতিয়াক ই-মেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, ইশতিয়াক তার সহকর্মীদের জানিয়েছেন, গেম ডেভেলপমেন্ট বিভাগসহ নিজের দায়িত্ব পালনে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

পরদিন তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ইশতিয়াক বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দেশের ক্রিকেটের এমন সময়ে বোর্ড পরিচালকদের নিয়ে বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগেই ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়।

সেই রেশ কাটতে না কাটতেই আরেক বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এবার পদত্যাগ করলেন ইশতিয়াক। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতা চলমানই রয়ে গেল।

এই পোস্টটি শেয়ার করুন: