২২ বলে ফিফটি করে অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড
প্রকাশিত: 21 Jan, 2026
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটার অভিষেক শর্মা ২২ বলে হাফ সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন। আজ বুধবার নাগপুরে অনুষ্ঠিত ম্যাচে তিনি এই কীর্তি অর্জন করেন।
অভিষেক শর্মা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছেন, চারটি করে চার ও ছয়ে এই মাইলফলক ছুঁয়েছেন। ২৫ বা তার কমসংখ্যক বল খেলে আটটি হাফ সেঞ্চুরি করার মাধ্যমে তিনি একটি বিশ্ব রেকর্ড গড়েছেন।
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া বিচ্ছিন্ন ঘটনা, বলল আইসিসি
এর আগে সাতবার এই কীর্তি গড়ে তিনি সূর্যকুমার যাদব, ফিল সল্ট ও এভিন লুইসের সঙ্গে ছিলেন। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি ভারতের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি।
২৩ বল খেলে এতদিন এই রেকর্ড ছিল লোকেশ রাহুল ও রোহিত শর্মার দখলে। অভিষেক শর্মা ৩৫ বলে ৫ চার ও ৮ ছয়ে ৮৪ রান করেন, যাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ২৩৮ রানের সংগ্রহ করে।