সারাদেশ

রমজানের আগেই এলপিজির সংকট কাটাতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা

প্রকাশিত: 20 Jan, 2026

ফন্ট সাইজ:
আশরাফ
আশরাফ

জেলা প্রতিনিধি

রমজানের আগেই এলপিজির সংকট কাটাতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা

আসন্ন জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজির বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অপারেটরদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় উপদেষ্টা বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা এলপিজি আমদানির যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। নির্বাচনের আগে এবং রমজানে এলপিজির কোনো ধরনের ঘাটতি রাখা চলবে না। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

আলোচনা সভায় এলপিজি অপারেটররা জানান, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে সম্প্রতি এলপিজি আমদানি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে বাজারে অতিরিক্ত মূল্যবৃদ্ধির বিষয়টি তারা অস্বীকার করেন।

অপারেটররা আশা প্রকাশ করেন, জানুয়ারি মাসে ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে চলমান সংকট অনেকটা কেটে যাবে।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওএফএ/বিআরইউ

এই পোস্টটি শেয়ার করুন: