মেসির সফরে বিশৃঙ্খলা, ভারত ফুটবল ফেডারেশন দায় অস্বীকার
প্রকাশিত: 13 Dec, 2025
লিওনেল মেসির তিন দিনের ভারত সফরের প্রথম দিনে কলকাতায় বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে দেখতে যুব ভারতী ক্রীড়াঙ্গনে জমায়েত দর্শকরা চরম অব্যবস্থাপনার শিকার হন, যেখানে তারা চড়া মূল্যের টিকিট কিনে এসেছিলেন। প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে আটক করা হয়েছে ইতোমধ্যে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, এই ইভেন্টের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ফেডারেশন বলছে, এটি একটি বেসরকারি পিআর এজেন্সির আয়োজন, যার কোনো বিস্তারিত তাদের জানানো হয়নি বা তারা ছাড়পত্র দেননি। তারা সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামিম জানান, এফআইআর দায়ের করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, বিশৃঙ্খলা সল্ট লেকে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। ভক্তরা বাজে আচরণের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
পুলিশের ডিজিপি রাজিব কুমার জানান, কলকাতার পরিস্থিতি এখন স্বাভাবিক এবং দর্শকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এবং আয়োজক কমিটির অব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ ভুক্তভোগী দর্শকদের সংযত থাকার অনুরোধ করেছে।