সারাদেশ

গাজীপুরে নেস্‌লে বাংলাদেশের HMO লুমিনারি সামিটে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্মেলন

প্রকাশিত: 07 Dec, 2025

ফন্ট সাইজ:
গাজীপুরে নেস্‌লে বাংলাদেশের HMO লুমিনারি সামিটে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্মেলন

নেস্‌লে বাংলাদেশের উদ্যোগে গাজীপুরের সারাহ রিসোর্টে ২০–২১ জুন ২০২৫ অনুষ্ঠিত হলো HMO লুমিনারি সামিট। দুই দিনব্যাপী এ বৈজ্ঞানিক কর্মশালায় দেশ-বিদেশের স্বনামধন্য গবেষক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

শিশুর সুস্থতা, বিশেষ করে পুষ্টিবিষয়ক নতুন তথ্য, সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতি ও গবেষণা ফলাফল তুলে ধরা—এটাই ছিল কর্মশালার মূল লক্ষ্য। আয়োজনে ইন্টারঅ্যাকটিভ গ্রুপ ডিসকাশন, কেস স্টাডি, মতবিনিময়সহ বিভিন্ন সেশন হয়, যেখানে অংশগ্রহণকারীরা হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইডস (HMO)–এর সর্বশেষ গবেষণা ও এর প্রয়োগ সম্পর্কে সহজবোধ্য ধারণা লাভ করেন।

কর্মশালার প্রধান আলোচক ছিলেন ফিলিপাইনের খ্যাতিমান শিশুবিশেষজ্ঞ ড. র‍্যান্ডি উর্টুলা। তিনি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, গাটের স্বাস্থ্য এবং সার্বিক বৃদ্ধি–বিকাশে HMO–এর গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁর বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে এ বিষয়ে আরও গভীর আগ্রহ সৃষ্টি করে এবং আলোচনা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

HMO লুমিনারি সামিট স্বাস্থ্যবিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের এক কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে এবং দেশের স্বাস্থ্য শিক্ষা ও উদ্ভাবনের মানোন্নয়নে অংশীদার হতে সবাইকে উদ্বুদ্ধ করে। গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের উন্নত স্বাস্থ্য নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি শেয়ার করুন: