বিনোদন

ভাইয়ের গুরুতর অভিযোগের জবাবে মুখ খুললেন আমির

প্রকাশিত: 09 Jan, 2026

ফন্ট সাইজ:
আশরাফ
আশরাফ

জেলা প্রতিনিধি

ভাইয়ের গুরুতর অভিযোগের জবাবে মুখ খুললেন আমির

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেলা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান ও তার ভাই ফয়সাল খান। তবে সেই ছবির পর থেকেই ফয়সাল বলিউড থেকে রীতিমতো হারিয়েই গেলেন।

সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে ফয়সাল তার ভাই আমির খানকে নিয়ে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন, যা পুরো ইন্ডাস্ট্রির মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে।

ফয়সালের অভিযোগ, আমির খান তাকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করেছিলেন এবং সহিংসতা প্রদর্শন করেছিলেন। তিনি জানান, আমির একদিন আমার বাড়িতে ৪০ জন লোক নিয়ে চড়াও হন। আমাকে বলে, ‘তুমি পাগল’ এবং চিকিৎসকের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন। আমি রাজি না হয়ে বলেছিলাম, আমি নিজেই চিকিৎসকের কাছে যাব। কিন্তু এরপর তিনি জোর করে আমাকে কিছু ওষুধ খাইয়ে দেন, যার ফলে আমি ২০ ঘণ্টা ঘুমিয়ে ছিলাম। আমি মরেও যেতে পারতাম।

ফয়সালের এই অভিযোগ অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও, তিনি আরও বলেন যে এই পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, তাকে প্রাণনাশের আশঙ্কাও হয়েছিল।

এদিকে, ভাইয়ের এতসব অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন আমির খান। ফয়সালের কথার জবাবে অভিনেতা বলেন, বাইরের লোকের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু পরিবারের মানুষের সঙ্গে এটা সম্ভব নয়।

পাশাপাশি আমির জানান ‘মেলা’ ছবির ব্যর্থতার দুঃখ এখনো ভুলতে পারেননি ফয়সাল। তাই তিনি চান, ফয়সাল আবারও অভিনয়ে আসুক। প্রয়োজনে তিনি নিজে ফয়সালের সঙ্গে সিনেমায় কাজ করতে ইচ্ছুক বলেও জানান। আমিরের ভাষায়, যদি কেউ ওকে একা নিতে না চান, সেক্ষেত্রে আমি ওর সঙ্গে কাজ করতে রাজি আছি।

আরটিভি/কেআই

এই পোস্টটি শেয়ার করুন: